হাউই এর মতো তড়িৎ নিম্নচাপে নয়
হাঁটুজলে ছপছপ সুস্থির সান্নিধ্যে এসো ।
ভেসেছি অনেকানেক হড়কা উল্লাসে
ওড়ানো সুখের শ্রমে শীত শীত শ্রান্ত হয়েছি ,
পিলসুজ ছায়ার নরম ওমে জড়াও আমাকে ।
মলাটের গন্ধ -শোঁকা আত্মঘাতী লাইকের ঢলে
ঘাড় -নাড়া পরিচয়ে টিকটিক
টিকটিকি ঝুলে আছি দেওয়ালের কোণে ।
এ কোন সন্ন্যাস পথ সঙ্গীহীন ঘরের ভিতর !
রোবটের রান্না -করা তালুহীন ক্যাপসুলে নয়
হরিৎ আদরে মাখা আউশের প্রেমবীজে এসো ।