অসাবধানী বৃষ্টি হবি , প্রায় দুপুরের হিম ?
শুকনো রোদে রাতুল পথে প্রশান্ত রিমঝিম !
দৃশ্য- আয়ু হচ্ছে হলুদ , নতুন দৃশ্য দে
দায়িত্বহীন ঝরতে পারি ঝরার আনন্দে ।
সংসারী সুখ তেমন আছে যেমন জলাশয়
খোপের খোপে অন্তমিলে কোথায় সে বিস্ময় !
ব্যতিক্রমী সময়- শিশু অসংপৃক্ত মনে
রাখিস্ যদি , সমান্তরাল কাটাবো চুম্বনে ।