পৃথিবীর উপকণ্ঠে দাঁড়িয়ে দেখছিলাম
জীবন পৃথিবীর একটা মানচিত্র ।
সহসা দৃষ্টি অবরুদ্ধ হলো কোন
অজানা অচেনা এক বিচিত্র সৃষ্টিতে
ও কে দাঁড়িয়ে আছে
নির্জন স্তব্ধতায়
উলঙ্গ আকাশের নীচে
কাকো জোছনার আড়ালে
কোন নব সভ্যতার প্রতিমূর্ত্তি !
ভাষাবিহীন বাক্যবিহীন সে
ক্ষুব্ধতায় ভরা মুখশ্রীটা
ভয়ংকর সে…
কেন নির্বাক , কেন দিশারী
কেন নির্জন আধো জোছনার আড়ালে ।
মনে সহস্র নির্বাক প্রশ্ন জেগে ওঠে
জেগে ওঠে প্র-পিতামহের শোনা গল্পগুলো ।
শিহরণের স্পন্দন ছড়িয়ে পড়ে সকল অঙ্গে
ভয়ে বুক দুরুদুরু কাঁপে
সহসা মুখশ্রীটা বিরাট আকার ধারণ করে
বনমানুষের মতো বিরাট হা
বুঝি গিলে ফেলবে ,
মূর্ছিত হয়ে যাই…
দর্পণের সমুখে নিজের প্রতিবিম্ব দেখে ।