ছিঁড়ে ফেলো নীতি বোধ আজকের বালকেরা ,
আজকের বালিকারা কেনে স্টারের ফটো , আনন্দলোক ।
সিরিয়াল দেখে দেখে সংসার যাপন ,
বড় আর শিশুদের মাথা খায় টিভির রঙিন বিজ্ঞাপন ।
দুর্নীতি আকন্ঠ সব শাসকদের দাপট ,
পাবলিক নয় ভোট জেতায় হিংস্র কামট ।
তাই তারাই সম্পদ ভালমানুষেরা আপদ ।
রাজনীতিতে এখন পচা গন্ধ ছড়ায় ,
পদে পদে স্খলন যে পা মাড়ায় ।
নিম্ন মধ্যবিত্ত বড় অসহায় দেশের সরকার তাদের ভাতে মারতে চায় ।
ক্ষমতাবানরা দেয় মিথ্যা আশ্বাস ,
প্রতিটি রাজ্যে আজ অরাজকতার চাষ ।
ভবিষ্যত নিয়ে নানা সংশয় চারিদিকে হীরকরাজাদের জয় ।
সবকিছু জানো হে জনগণ ছিঁড়েছে নীতি ও বোধ আজকের সুবোধ বালকেরা ,
বালিকারা কিনেছে দেখো দামী স্মার্ট ফোন ।