এবার তো ঘর ছেড়ে বেরিয়ে পরার সময়।
ভোরের সূর্য উঁকি দিচ্ছে-
সমস্ত মলিন পঙ্কিল অন্ধকারকে বিদীর্ণ করে,
প্রেমান্তে নীড় ছেড়ে বিহঙ্গ ডানা মেলে দিচ্ছে নীলাকাশে
কি সুন্দর একটু একটু করে দিনের আলোয় বিচ্ছুরিত হচ্ছে একটি দিন।
আমি তো তোমায় আঁকবো মনের ক্যানভাসে
একান্তে,নির্জনে,তোমার ওষ্ঠে বুলিয়ে তুলি-
অবয়ব অনুকরণ করবো অনুভবের নানান রঙে।
আর বসে থাকা সম্ভব নয়, সময় চলে যায় অভিমানে
এসো হাঁটা শুরু করি তোমার হাতে হাত ,চোখে চোখ রেখে –
দূরে,বহু দূরে …বাস,ট্রেন,ছেড়ে শহর ছেড়ে জঙ্গল,পাহাড়ের নিস্তব্ধতায় বিলীন হয়ে যাবো তোমার হৃদয়েই গহন একাকিত্বে।
কণ্টকময় অপেক্ষার এ পথ রক্তাক্ত করে আমায়
প্রতীক্ষার শেষ হোক,শেষবারে তোমাতেই বিলীন হতে চাই মিলন্তে।