গন্ধমাদন পাহাড় চেয়েছি শুধু নিরাময়ে
পাতার ফাঁকে ফাঁকে মাদুর পাতে অবশিষ্ট সোহাগ-
বারিধারায় মাখিয়েছি প্রত্যাশার প্রেমসিক্ত মাংসল বুকে
তুমি তা অনুভব করোনি নির্মম অভিলাসে
একটানে নগ্ন করেছো দৈহিক কামনার বস্ত্র
অঙ্গনে একসুরে বাজিয়ে চলেছ অমঙ্গোলিক মাদল
সেই পাহাড় নিষ্ঠুরতায় বসিয়েছ আমার বুকে।
ভাঙ্গামন ,পথঘাট অফুরন্ত চাহিদা
লোলুপতার আজও ষড়যন্ত্র শুয়ে আছে বিবস্ত্র
দূষিত হওয়া লেগে ছড়িয়েছে জংধরা বুকের চাপা শব্দ
যে পুষ্ট ডালপালাদুহাত মেলেছিলো খুশিতে-
আজ শীর্ণতায় ভরে গেছে ও স্তনের আকার অসূচিতার বিভঙ্গে।
বারংবার টেনে ধরছে বাসনায় জিভ
আঙ্গুল চুঁইয়ে পড়ছে ঘৃনার রক্ত
জলছবি ওল্টানো মুখে আজ ব্যর্থতার শোকগাঁথা
বিষাক্ত ধোঁয়ার কুন্ডলিশুধু জানে তুতেনখামেন।
জন্মান্তরের রয়েছে জীবন ভরা হিংসা আর বিধ্বংস
আজ গুহায় লুকিয়ে বাধার প্রাচীর ভাঙতে
অসহায় মনুষ্যত্ব খুন হয় সর্বসমক্ষ্যে ।