ভোগ বিলাসী সচ্ছল নাগরিক সমাজ করে নিয়ন্ত্রণ,
মুঠোয় থাকে কাঙ্খিত তার জীবন।
অসম্ভব স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে চলে নিরীহ মধ্যবিত্ত,
সর্বদাই খুঁজতে থাকে আপন ভাগ্যান্বেষণ।
সীমিত জীবনযাত্রার ব্যয় মধ্যবিত্ত সমাজের প্রত্যাশা,
মধ্যবিত্ত সন্তানরা সমাজে তাই কোণঠাসা।
অবারিত সুযোগ সুবিধায় সমাজের উচ্চবিত্ত শ্রেণি,
মধ্যবিত্তের স্বপ্নভঙ্গে হয় অগ্রণী।
নিষ্ঠুর বাস্তবতায় স্বপ্নগুলো ডুবে যায়,
হাসি ফোটে মিথ্যা অভিনয়ের।
উচ্চবিত্তের চরণতলে যেন জর্জরিত জীবন,
মধ্যবিত্ত জীবন্ত লাশ মরুবাস্তবতার।।