বিদায়ী বিকল্পহীন শ্বাসের শিশিরে
টুপটাপ ফুটে ওঠে
প্রথমার ছুঁই ছুঁই বিকল্প উড়ান ।
এটুকু জীবনবেদ , বাকি বিনির্মাণ ।
মাঝে মাঝে মনে হয়
সন্তাপের মরুমুখ শুষেছে পিপাসা ,
শূন্য পেয়ালা তল ভরে ওঠে টুংটাং জলে ।
যখনই বিপন্ন বাড়ে চঞ্চল ফসলের জ্বর ,
এক অদৃশ্য শন্ শন্ শুশ্রুত হিমথলি
কল্ কল্ বলে যায়
— ওঠো ওঠো
ফাঁক- ভুক এ বাজার ফলফলে অবিনশ্বর ।
ফলফলে– সতেজ