দৃশ্যে চোখে আলো , দৃশ্য হাঁটি হাঁটি
দৃশ্যে খিলখিল , দৃশ্য পরিপাটি ।
আকাশ নেমে হেসে , চাঁদকে ডাকে– আয়
কপালে টিপ দিয়ে দৃশ্য ভেসে যায় ।
প্রথম ভাসা মানে ঘুড়ির কৈশোর
প্রথম জানা মানে রাত্রি হলো ভোর ।
ভোর কি থেমে থাকে ? দৃশ্য বদলায়
ছায়ার পিছু পিছু সকাল হেঁটে যায় ।
দরজা দিতে গিয়ে দৃশ্যে প্রেম আসে
দৃষ্টি গলে’ গলে’ বৃষ্টি মধুমাসে ।
দৃশ্য এগোলেই , যুদ্ধ গিলে খাবে
থাক না রূপকথা , প্রেমের কিংখাবে !
যুদ্ধে মরি কই ? সৃষ্টি বেগবান
সৃষ্টি শাশ্বত , যুদ্ধ উড়িধান ।
অন্য কোনও দিন এগিয়ে যাবো ঠিক
অনড় থাকলেও নড়াবে টিক্ টিক্ ।
আজকে বেয়ে চলি প্রেমের সাম্পান
কেননা প্রেম থিতু এবং বহমান ।