গোধূলির আলো শেষ হয়েছে সবে–
রঙের বর্ণাভ ছটা ধীরে ধীরে অদৃশ্য,
আকাশ জুড়ে সোনালী সুতো বেয়ে ঊর্ণনাভের দল ছুটে পালায়,
আঁধারে নক্ষত্ররা মিটিমিটি কেবলই হাসে।
সুরভিত হাওয়ায় মন ইতিউতি চাই,
মনের পাপড়িগুলো ঝরতে থাকে,
কখনো সুগন্ধির কন্টকে কন্টাকৃত মন দীর্ঘশ্বাস ফেলে!
মন সুর তরঙ্গে ভেসে চলে যায় বহুদূরে
জীবনটা ঠিক সিঁড়ি ভাঙা অঙ্কের মতো
প্রেম, ভালোবাসা, কষ্ট,আবেগ সব নিয়েই তো জীবন–
শেষে সব মায়া ত্যাগ করে পাপড়ির মতো ছিঁড়ে পড়তে হয়
বিদায় জানাতে গিয়ে কোকিলের কুহু তান ভেসে আসে
মন পুলকিত উচ্ছলিত হয়ে বলে আমার যাবার সময় হয়নি তো!
ওরে ভাই ফাগুন লেগেছে মনে মনে
একেক ঋতুর মায়া বন্ধনে মন
আবেশিত হয়ে ওঠে
তাদের বিদায়ের বিরহ জ্বালায় মন ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে।
আবার রামধনুর সাতটি রঙে মন চিৎকার করে বলে দেখো চেয়ে
বেনীআসহকলা