শ্রাবণের ছন্দে রাত পাখি বন্দে
সবুজের ভেজা গান
শূন্যের ঐ দূরে গম্ভীর ঐ সুরে
শুনি মাদলের তান…
প্রান্তরে ঐ বাজে মেখলার ঐ সাজে
নুপুরের ধ্বনি আজ!
মাতি সেই ছন্দে দ্বিধাহীন দ্বন্দ্বে
কবিতার চেনা সাঁঝ!
পল্লবে মদিরা উন্মাদ নদীরা
স্রোত বয় অবিরল
পুষ্পেতে মৃদু দোল ঘাসবনে হিল্লোল
ঝরে ধারা কলকল!
পল্লীর জলসায় বিদ্যুৎ ঝলসায়
ঝিল্লির বাসরেতে…
শ্রাবণের পরশে মন আজ হরষে
মাতে ঐ আসরেতে!