ব্যাঙ বাবাজীর হচ্ছে বিয়ে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ,
বরকর্তা আসলো সেজে মস্ত কোলাব্যাঙ ।
টলটলে জল কলমীলতায় ব্যাঙানী দের বাসা,
কনের সাজে সেজে তাকে লাগছে ভারি খাসা।
ব্যাঙের বিয়ে দেখতে এলো মাছেরা ভিড় কোরে,
গেঁড়ি গুগলি চিংড়ি এসে দেখছে ঠারে ঠোরে।
ব্যাঙের বিয়ের বাসর বসে কলমী লতার ঘরে,
টাপুর টুপুর বাজিয়ে নূপুর দু এক ফোঁটা ঝরে।
ফুলিয়ে গলা ব্যাঙেরা সব গাইলো সমস্বরে,
ব্যাঙের ডাকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে জোরে।