আকাশের নীল ক্যানভাস জুড়ে শুভ্র মেঘের রাশি,
সোনালী প্রভাতে শিউলি ফুলের মুখে অমলিন হাসি ।
আকাশে বাতাসে ভেসে ভেসে আসে ঐ আগমনী সুর।
আসছেন মা যে প্রকৃতিও তাই উপচারে ভরপুর।
রোদ্দুর মাখা সোনালী কাশের বনে বনে জাগে সাড়া,
হৃদয়ের মাঝে করবো বরণ রাতুল চরণ জোড়া।
আলতা রাঙানো ও দুটি পায়ে মা নিজেকে সঁপেছি আজ,
শোক তাপ যত দুঃখ বেদনা ভুলে গিয়ে লোক লাজ।