মেঘ বললে, শ্রাবণ, তুমি এসেছ?
শ্রাবণ বললে, তোমার ডাকে সাড়া না দিতে
কখনও কি দেখেছ ?
শুধু তোমার জন্য অপেক্ষাতে অপেক্ষাতে
দিন গুনেছি ।
মেঘ বললে, তাইতো আমি আকাশেতে মেঘের
গালিচা পেতেছি।
আঁচল পেতে রেখো,যখন ঝড়বো আমি
অঝোর ধারায়
শ্রাবণ বললে, ভিজে একসা হবো এসো আমার
হৃদ আঙিনায়।
নেচে উঠবো তখন আমি উত্তাল নূপুরের ছন্দে।
তোমার ছোঁয়া লাগবে যখন আমার সারা অঙ্গে।
সবুজে সবুজে ভরিয়ে দিতে এসো হে সখা মোর।
মেঘ বললে , শ্রাবণ আছে বলেই যে
মেঘের এতো কদর।