আমি তোমাকে খুব শান্তভাবে
কিছু বোঝাতে চেয়েছিলাম।
তুমি বললে চিৎকার করছো কেন?
তুমি একদিন সুচ সুতো দিয়ে একটা
নকশি কাঁথা বুনতে চেয়েছিলে,
আমার অনুভূতি দিয়ে বুঝলাম-
পুরোনো ক্ষতগুলোকে
খুঁচিয়ে আবার রক্তপাত ।
তুমি বলেছিলে তোমার চোখ কান খোলা,
আমি তোমাকে গান্ধারী রূপে দেখলাম!
আমি নিজেকে সময়ের সাথে আপোষ
করাতে চেয়েছিলাম,
তোমার বিশ্বাস নিয়ে তুমি ভাবলে
এটা আমার নতুন স্বার্থপরতা।
আমি কোনদিনই শিকারী ছিলাম না
শিকারে পরিণত হয়েছি আমি ।
আর তোমার বিশ্বাস যে আমি
এক শিকারী বাজপাখি।
তুমি একটা সুন্দর গোলাপ দিয়েছিলে
আমি নিতে গিয়ে রক্তাক্ত হলো হাত!
তুমি যখন রক্তাক্ত হলে কারো আঘাতে
আমি সান্তনা দিয়ে কান্নার সাথী
হতে চেয়েছিলাম,,,
তুমি বললে এ আমার কুমিরের কান্না।
অনেক চিন্তা করে আমি সরে আসতে
চাইলাম।
তুমিও নীরবে গুটিয়ে নিলে আমাদের
একত্রে থাকা।