অলীক স্বপ্নের বাতিঘরের আলো জ্বলে অবিরাম,
প্রত্যাশার পারদ চুঁইয়ে ছোটে টগবগে ঘোড়া,
অগোছালো ইচ্ছেরা ডানায় সুখ আঁকে,
ভাবনার সবুজ বাতি অপেক্ষার প্রহর গোনে।
সতেজ ঘাসের কচি পাতার দুর্দম উচ্ছ্বাস,
পূর্বাভাসে শুধুই ছিল প্রাপ্তির পূর্ণতা,
পলিমাটির শরীর ছুঁয়ে মনের শিলালিপি,
অক্ষরের সহজপাঠে সারি অনাবিল নিভৃত যাপন।
গুছিয়ে চলার পথে পৌঁছে গেছি উৎসমুখে,
ঠিকানার খোঁজে ব্যাকরণ ছুঁয়েছে শব্দভাণ্ডার,
দীর্ঘদিনের আলোহীন বৃত্তে ঘুরপাক খেয়েছে সময়,
সন্ধিক্ষণ নোঙর করে উত্তাল ঢেউয়ের পাড়ে।