ঝড়ের পূর্বাভাস জেনেও এগিয়েছি ভ্রুক্ষেপহীন,
সতর্কবার্তা জারি করেছিল তোমার দুটি চোখ,
প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত অনুভূতির উঠোন,
জীবন খাতায় শব্দ জমে মর্মর বিষাদে……
যতিচিহ্নগুলি আঁকড়ে ধরে রাখে আষ্টেপৃষ্ঠে,
মিথ্যেসুখে হেঁটে চলি কয়েক পা ভাঙন বরাবর,
এলোমেলো খেসারতে শুনি বিশ্বাসী পাটাতনে ঝাপটার কোলাহল,
তীব্র মননের বৃত্তে খুঁজে চলি নিস্তব্ধতার অবকাশ……..
সময় থিতু হতে কান্না উবে যায় বাষ্প হয়ে,
সমাধিস্থ অভিমান রোদ্দুর খোঁজে মেঘের আড়ালে,
রফাসুত্রের অভ্যাস জুড়ে চেনা সহজিয়া সমীকরণ,
তাপিত মন উন্মনা অপেক্ষার চৌকাঠে……..
ঝড় থেমে যায় স্বেচ্ছায় দিনান্তের গোধূলিতে,
অস্তরাগের আকাশ জুড়ে সম্মোহনী মায়াবী রংধনুর ছটা…….