জগত ভরে আছে থরে
নানা রকম মানুষ ভাই,
ভেতর- বাহির কার বা কেমন
সহজে কি চিনতে পাই?
কথায় হয়তো কঠিন তিক্ত
অন্তরে কেউ নরম মন,
স্বচ্ছ সরল নেইতো গরল
পরোহিতে সদা রন।
টাকার কুমীর খরচাতে ধীর
দানটা করতে রাজি নয়,
বুঝতে নারে জগ- মাঝারে
সব ধনেরই আছে ক্ষয়।
চাইলে সহায় এড়িয়ে যায়
মুখে আঁকে ছলের রেশ,
হয়ে মানুষ রয় অমানুষ
মানবতার নেইকো লেশ।
সাচ্চা মনের হৃদয়বানের
তেমনতরো মানুষ নাই,
কোথায় গেলে মানুষ মেলে
বলো তুমি প্রভু সাঁই!