অল্প আঁচ এখন বড্ড গা সহা,
জ্বলুনি তেমন আর ভাবায় না,
ইতস্তত ভনিতায় সুখ,
অসুখের সমান্তরাল রেখা-
চলে পাশাপাশি স্পর্শহীনতার বাঁধা দৌড়ে।
নির্ঘুম তিরতির কাটে যন্ত্রণার দিনলিপি,
আচ্ছা, ঈশ্বর কখন নিদ্রাবাস করেন?
বিশুদ্ধ গোবর নিকোনো উঠোনের এক কোণে তুলসী বেদী-
অভিযোগ নেই, নেই অভিমান,
থাকে ঠাঁয় দাঁড়িয়ে-
একপেশে ভালোবাসায় অনুযোগহীন মন ছোঁয়া পূর্ণতায় পরিতৃপ্তিতে।
হারিয়ে যায় ভালো থাকার খাসতালুক,
সম্পর্কের বক্ররেখা গভীর খানাখন্দে ভরা,
তির্যক আলো এসে পড়ে বুকের মধ্যে,
আঁধারের বৃত্তের ভেদহীন বাইরে থমকে দাঁড়ায়-
সম্পর্কের উষ্ণতা নির্দ্বিধায় বড্ড ভাবুক ও দামী…..