মিলির রবি পুজো
মিলি সারা বাড়ি নেচে বেড়াচ্ছে “কি মজা, আজ আমাদের বাড়িতে পুজো হবে।”
” মিলি, আজ কোন ঠাকুরের পুজো.. ?”
ছোট্ট মিলি ঠাম্মাকে বলল ” ঠাম্মা, জানোনা না! আজ তো রবি ঠাকুরের পুজো! মা আমাকে বলেছে।”
” তাই! এই পুজোয় তো নাচ গান করতে হয়.. তা তুমি কি করবে নাচ না গান? “
“আমি তো নাচ করবো। তুমি কি করবে ঠাম্মা?”
“আমিও তোমার সাথে একটা নাচ’ই করি, কি আমাকে নাচে নেবেতো?”
কি মজা ঠাম্মা নাচ করবে..
“মা.., ঠাম্মাও নাচ করবে।”
মিলিদের বাড়িতে একটা গানেরস্কুল আছে। সেই স্কুলে আজ রবীন্দ্রজয়ন্তী। মিলির এই ছোট্ট জীবনে এটাই প্রথম রবীন্দ্রজয়ন্তী। মিলি খুব কৌতুহলী। “আজ কি মা ?”
“আজ রবি ঠাকুরের পুজো।”
মিলির মা মনে মনে ভাবে..
বাঙালির কাছে এটাও পুজো বই তো নয়..।
সন্ধ্যাবেলা নাচ গানের অনুষ্ঠান হলো। মিলি দেখলো, এ পুজো একটু অন্যরকম।ও জানলো এভাবেও পুজো হয়।
রবি ঠাকুরতো সব বাঙালির কাছে “আমার পরাণ যাহা চায়, তুমি তাই।”