এই দেশেতে এই সুখ হল
আবার কোথা যাই না জানি
পেয়েছি এক ভাঙ্গা তরী
জনম গেলো সেচতে পানি।।
আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চাদের দয়া হবে
আমার দিন এই হালে যাবে
বাহী এই পাপের তরণী ।।
আমি বা কার কে বা আমার
দ্রব্য বস্তু ঠিক নাহি যার
ওই দিক মেঘের ঘোর অন্ধকার
উদয় হয়না দিনমনি ।।
কার দোষ দিব এই ভুবনে
হীন হয়েছি ভজন বিনে
লালন বলে কত দিনে
পাবো সাইয়ের চরন দুখানি ।।