রূপ বদলের অরূপ খেলা
প্রকৃতি যে সারাবেলা
খেলছে ধরার মাঝ,
জীর্ণ পাতা খসে পড়ে
সবুজ পাতা শাখে ধরে
নয়ন শোভন সাজ।
রাতের শেষে দিন যে আসে
রবির আলোয় ভুবন ভাসে
কি যে অরূপ রূপ!
রাত আকাশে চাঁদের হাসি
ঝিলিমিলি তারার রাশি
মুগ্ধ মনটা চুপ।
ফলে ফুলে ধরা সাজে
রূপের বাহার তাইতো রাজে
খুশির সীমা নাই,
প্রকৃতির এই রূপবদলে
ভাবুক কবির কলম চলে
সৃজন সুখে তাই।