বিশ্বাসঘাতক
দেখা শোনা করছিল রূপামাসি।
দেবের কথা ভেবে একটা কষ্ট মনের মধ্যে জমা হচ্ছিল।
কিছুদিন পর রূপামাসি একটা লোককে আমার ঘরে ঢুকিয়ে দিয়ে বলল,একে ভাল করে খুশি কর।
বলেই বাইরে থেকে দরজা আটকে দিল।
লোকটা পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে বলল,কি নাম তোমার।
আমি মাথা নীচু করে বললাম রুচি।
হঠাৎ এ কাজে কেন?
আমি কেঁদে বললাম বেশি কৌতুহল ভালো না। যে কাজে এসেছিস তাড়াতাড়ি তা সেরে চলে যা।
আগে বলো তোমার হাতে পায়ে রক্ত ঝরছে কেন?
আমি তোকে খুশি করতে ঘরে নিতে রাজি হচ্ছিলাম না বলে মাসি বেত দিয়ে পিটালো।রুনা অসুস্থ তাই সব খদ্দের আজ আমাকে সামলাতে হবে।
এই বাবুটা জানতে চাইল কিভাবে আমি এলাম এই পাড়ায়?
তখন আমি মেট্রিক পড়ছি। দেবকে ভালো লাগত আমার। দেব চা বাগানে কাজ করতো, আমি যে তাকে ভালবাসি তা জেনে আমার জন্য উপহার নিয়ে আসতো, আমার জন্মদিনে কেক নিয়ে এসে বলেছিল আমাকে কাছে পেতে চায়।
তারপর এক শীতের দুপুরে স্কুল শেষে ফিরছি হঠাৎ আমি কিছু না ভেবে দেবের সাথে পালিয়ে গেলাম, উঠলাম এ পাড়াতে,ও বললো কিছুদিন পর আসবে।
আমাকে এইবাবু ছুঁয়েও দেখল না।বিছানায় টাকা
রেখে বেরিয়ে গেল।
আজ আমি প্রথমবার কোন খদ্দেরকে খুশি করার কাজে যখন আজ জানতে পারলাম আমাকে দেব বিক্রি করে দিয়েছে মোটা টাকায়।আপনারাই বলুন কেন দেব বিশ্বাসঘাতকতা করল আমার সাথে?