ক্ষীয়মান প্রতিভার মোম
শুকতারা আলো মেখে , তবু দীপ্যমান ।
শুধু এক পশলা শতদ্রু সকালের
রিমঝিম রোদ পেলে
আবারও চনমনে শস্যের স্বাদ হতে পারি ।
এ দেহ আয়ুর শোকে নড়বড়ে মেঘের বুদবুদ !
এ মন আয়ুর বাঁকে জমে জমে
ঝমঝমে লক্ষ্মী ভাঁড়ার ।
নিরস্ত নদীর নক্র কামড় ছেড়ে
জমানো যৌবন ঢেউ- এ
হতে পারি ষোড়শী সাগর ।
তবুও নক্ষত্র নীড়ে তেলে জলে
এ কোন যৌগ শ্বাসে বিপরীত বাস !
মধ্যে থাক মৌল মন্থন ,
যা ছিলাম , তাই আছি
দ্রাবিড় দ্রবণ ।