যখন তোমাকে বলি “ভালোবাসি”-
তার মানে এই নয়, আমি তুমি ছাড়া
আর কিছু ভালোই বাসি না।
যখন তোমাকে বলি ভালোবাসি-
পাশাপাশি আমি কি তখন দেখি না
আকাশে মেঘ? পাতার আড়ালে ফুল?
ফুলের উপরে পাখি?
তোমাকে দেখার নামে
আমি আড়চোখে পৃথিবীকে দেখি।
তোমার শাড়ির পাড়ে লেগে থাকে ভোরের শিশির।
তোমার পায়ের রাঙা গোড়ালিকে ঘিরে
বনের সবুজ ঘাসে মনের গোধুলি খেলা করে।
তখন হঠাৎ ভাবি,
তোমাকে বেসেছি ভালো,
তোমার পায়ের নিচে পৃথিবীর ঘাস আছে বলে।।