সাজবো আজকে বাঘছালে রুদ্রাণী !
ত্রিশূল হাতে ত্রিনয়ন নটবরী ।
মহাপ্রলয়ের হুংকার বাজে ঐ,
কি ভীষণ রূপে তে ভয়ংকরী ।
ফেনিল সমুদ্র নিংড়ে নেবে সব ,
কি প্রচন্ড তার গর্জন কলরব ।
কত নিরীহ গৃহহীন হলো ,
কত শত প্রাণ অকালেতে গেলো ।
কত ক্ষয় ক্ষতি আড়চোখে চায় ,
অবাধ ধ্বংসলীলায় ।
যতই করো লম্ফঝম্ফ বিজ্ঞানের’ই দ্বারে ,
মানুষ আজও যূপকাষ্ঠ প্রকৃতির দরবারে ।।