জানি গত জন্মে পরিচয় কোনো ছিলো,
এ জন্মে তাই মুখোমুখি তুমি-আমি।
পুতুল খেলার এই যে এ ঘরখানি
কিছুই কি নেই ভালোবাসা!
শুধুই ঝগড়া-আড়ি!
সাত জনমের বন্ধন! সে কি সত্যি আছে কোনো!
জানি না সে কথা; জানি না তুমিও
মানো, কিনা মানো!
তবুও জীবন কতো অপরূপ জীবনের ওলি-গলি,
সে পথে যে তাই নিত্য যাওয়া আসা
ফুলে ফুলে আসে ওলী।
যদি কোনো দিন দেখা হয়ে যায় ওই ছায়া পথ ধরে
পারলে না হয় চিনে নিও অবুঝ সাথীটাকে
জানি না আবার পর জনমে হবে কিনা,দেখা আর!
পুতুল খেলার ঘর বাড়ি গড়ে পুতুলের সংসার।