আমার আত্মায় নেই উষ্ণতা,
উত্তাপ হীন মৃত পান্ডুর।
এখানে সীমাহীন শীতলতা বরফাচ্ছাদিত শীতার্ত ঝরা পাতার আর্তনাদ।
থমকে আছে শীতল প্রবাহে হিমাদ্রির দীর্ঘশ্বাস।
কঠিন ঊষর, নেই প্রাণের স্পন্দন স্তব্ধ নীরবতা।
ধূ ধূ সাদা প্রান্তর, দৃষ্টি হয়ে যাবে ঝাপসা ক্লান্ত হৃদয় বিবশ অবসন্ন।
সূর্য আলোহীন শুধু রয়েগেছে ঘোলাটে সাদা দ্যুতি।
এখানে এসো না তুমি..
দিশাহীন পথ হারাবে গহীন আঁধারের ক্লেদাক্ত গ্লানিতে।
ফিরে যাও তুমি,
উষ্ণতার কাছে
ফিরে যাও সবুজ পাতার সতেজ আহবানে,
আলোকিত উৎসব আর প্রাণের স্পন্দনে।
ফিরে যাও তুমি,
তোমার চেনা ভুবনে যেখানে ওলি করে খেলা সুবাসিত ফুলের মেলায়
যেখানে বসন্ত চির অমলিন..
যাও তুমি সেখানে,
কর হৃদয়ের দ্বার উন্মোচিত!
প্রেয়সীর নিভৃত পদ চারণায় শিহরণ জাগুক প্রাণে
নূপুরের নিক্কণ অনুরণন তুলুক হৃদয় ভূমে।
যাও তুমি সেখানে,
ফিরে দেখোনা তুমি আমায় যাও ফিরে….।
ভালো লেগেছে
শুভেচ্ছা কবি