স্বপ্ন- মাখানো চোখ দুটি আজও হাতছানি দিয়ে ডাকে
কতদিন হলো তবুও এখনো ভুলতে পারিনি তাকে।
সেই নিষ্পাপ অমলিন হাসি রাঙা উদ্ভাস মুখে,
ভীরুচোখে চাই নিমেষে হারাই তিরতিরে ছোঁয়া বুকে।
চোখের পাতায় স্বপ্ন ঘনায় এই বঞ্চিত প্রাণে
আবেশে দুচোখ বুজে আসে তার অজানা আকর্ষণে।
চোখের পাতায় আল্পনা আঁকি রামধনু সাত রঙা
দুচোখে আমার বিরহ প্লাবন অশ্রু যে বাঁধভাঙা।
চোখের ভাষায় সেদিন যখন জেনেছি সকল সত্য
চারটি চোখের মিলনে তখন হাজারো প্রেমের তথ্য।
চোখের ভাষা তাইতো জেনেছি বুকের ভাষাই হয়
হাজার কথার একটি কথা চোখের তারাই কয়।