বললে সে এক চরাপড়া নদী
মনের কথা স্পষ্ট বলি যদি,
তাতে নেই লাভ নেই কোন ক্ষতি
চলার স্রোতে নেই আর গতি।
পাখিরা এসে বসে নদীর চরে
গুনগুনিয়ে গানও অনেক করে।
নদীর সাধ যে পাখি হবে
উড়ে কোথায়ও হারিয়ে যাবে।
চাইছে সে পাখির মত ডানা
শুনবে না সে কারোই কোন মানা।
ইচ্ছেমতো যাবেই সে চলে উড়ে
দেখবে সকল অজানা পথ ঘুরে।
পাবে না কেউ তার কোন আর খোঁজ
ফিরে আসবে সে সাঁঝবেলাতে রোজ।
আসবে চেনা ঠিকানায় গাছের ডালে
বেড়িয়ে যাবে আবার ঠিক সকালে।