নেতারা ঠিক করবেন—-
আমি কার সাথে কথা বলব;
নেতারা ঠিক করবেন—-
আমি কোন পথে চলাফেরা করব;
নেতারা ঠিক করবেন—-
আমি কোন ঠাকুরের পুজো করবো;
নেতারা ঠিক করবেন—-
আমি কোন মাঠে খেলা করব;
নেতারা ঠিক করবেন—-
আমি কোন রঙের পোশাক পড়বো;
নেতারা ঠিক করবেন—-
আমি কোন সুরে গান গাইবো;
নেতারা ঠিক করবেন—-
আমি তেরঙ্গা পতাকার কোন রংটা বেছে নেব;
নেতারা ঠিক করবেন—
আমি কোন আদর্শ গ্রহণ করব—
আর কোনটা ত্যাগ করব;
নেতারা ঠিক করবেন—-
আমি কোন ফুলের গন্ধ নেব–
আর কোন ফুলকে পা দিয়ে মাড়াবো,
নেতারাই ঠিক করবেন—-
আমার ভাগ্য বা দুর্ভাগ্য;
নেতারাই ঠিক করবেন আমার ভবিষ্যৎ,
নেতারাই ঠিক করবেন আমার মৃত্যু।