দুরূহ দিনের শব্দ- শ্রম জ্বেলে
আরাত্রিকার সারল্য শ্বাসে একদিন কোজাগরী হবো ।
এই আশা শিরিন শিশির বেয়ে
বয়ে যাবে যতদিন ,
আমার কল্প- কাননের পারিজাত পাতা
চির সবুজ আরণ্যক স্বাধীনতা পাবে ।
সাময়িক মৃত্যুর নিত্য চতুর্দোলা
ক্ষয়ে ক্ষয়ে ক্লান্ত হয়ে ফিরে যাবে ইথারমালায় !
ততদিন , মাধুকরী করে যাবো তোমাদের দ্বারে
— বিশুদ্ধ স্মৃতি দাও স্মৃতি দাও ব’লে ।
ইদানিং প্রশান্ত মায়া প্রেমে
পড়ন্ত মাতাল হয়েছি ।
সয়ে যাওয়া প্রশংসার বৃত্ত -সুখ নয় ,
সাংসারিক জনপদে হৈ চৈ হুড়মুড়
খন্ড খন্ড শত জন্ম নয় ,
তুলতুলে দেয়ালা দ্যুতির ভোরে
মুঠো মুঠো সূর্য- স্বাদ মেখে
শুধু একবার স্বয়ম্ভর শুদ্ধ হতে চাই ।
আরাত্রিকা:- সন্ধ্যাবেলার তুলসী তলার প্রদীপ ।