আউশ পাউশ রাঙা শৈশব পাতা পুরে
বাদামি বিকেলের বহু ফর্মা প্রচ্ছদ জুড়ে
স্মৃতির সন্ধ্যা নামে নিঃসঙ্গ রাত্রির খামে ।
মাঝখানে রাগী রাগী রোদে
গলে গেছে কামরাঙা জামবন
মোরামের রাজপথ হিমসিম ভীড়ের মিছিলে ।
পেয়েছি সাঁকোর দৃষ্টি অজানা নদীতে ।
আকন্ঠ পানকৌড়ির পর্যটকী শ্রমে
খুঁজেছি খুঁজেছি শত লক্ষ্যভেদী শব্দ প্রাণাধিক ।
যা ছিলো সহজসাধ্য হয়েছে জটিল ,
যা ছিলো জটিল জট ঝরেছে নির্ঝর ।
শুধু এক মুঠো শ্বাসের মহড়া দিতে
নিভে গেছে গোছা গোছা মোমবাতি আয়ু !
তবুও কাব্যকামী অযুত অক্ষর স্বাদ
মিশে আছে বিনিদ্র শয্যায় ।
পেশা নয় , নেশা নয় , নিরন্তর অভ্যাসের সাথী ।