আসলে বিচ্ছেদ নয় ,
সাত্ত্বিক দূরত্বের ছায়ালু স্বাদ পেতে পেতে
নিপাট অপটু প্রেম ধীরে ধীরে
হিরণ্ময় হেরিটেজ হয় ।
বিজন বিরামে ছোঁয়া ছুঁই ছুঁই স্মৃতি সুখ ,
সংসারী সংশয়ে ঘন ঘন হাই তুলে
পাষন্ড পাশবালিশের ফোঁস ফোঁস উচ্চতা মাপে !
যদি বিশুদ্ধ প্রেমের নীল শুভ্র মুগ্ধতা চাও ,
অন্তত দু’আঙুল ফাঁক রেখো
সম মন বৃত্তের বাঁকে ।