ছেড়ে যেতে তো ইচ্ছে করে সবই
কিন্তু কেন যাব?
কেউ কি আমাকে জায়গা ছেড়ে দিয়েছিল?
জায়গা তো আমাকেই তৈরী করতে হয়েছিল,
তাহলে আমার তৈরী জায়গা কেন ছেড়ে দেব?
বাবা মা জন্ম দিয়েছেন, শিক্ষাদান করেছেন
কিন্তু আর পাঁচজন থেকে আলাদা আমি নিজেই হয়েছি
তাহলে আমার স্বতন্ত্রতা কেন ছেড়ে দেব?
বারোভূতকে লুটেপুটে খেতে দেবনা আমার তৈরী জমি
কৃষক কি কখনও ছেড়ে দিতে পারে তার পরিশ্রমের ফসল।
মালিক কি কখনো ছেড়ে দেয় তার লভ্যাংশ।
কেউ যখন তার জায়গা ছেড়ে দেয়না তাহলে আমি কেন?
ছোটবেলা থেকে নিজের জায়গা তৈরী করে এসেছি
স্কুলে ছাত্র হিসেবে, কাজের ক্ষেত্রে কর্মী হিসেবে
বন্ধুদের কাছে বন্ধুত্বের,
সংসারজীবনে স্বামী বা স্ত্রী বা পিতা বা মাতা
সর্বক্ষেত্রে যদি আমাকেই প্রমান করতে হয়
তাহলে আমার জায়গা কেন ছেড়ে দেব?