ওহে বসন্তের কোকিল!
শীত গ্রীষ্ম-বর্ষায় কোথায় ছিলে ভাই?
যখন শিমুল পলাশের ডালে,
রঙ ধরে এই বসন্তের কালে,
রোজ রোজ উড়ে এসে শোনাও তোমার গান!
যখন আসে আমফান কিংবা ভরা-কোটালের বান, তখন তুমি কোথায় থাকো,
কোথায় থাকে গান?
একটি দিনের জন্যে কিন্তু তোমার
দেখা মেলে না ভাই!
যখন সবাই গৃহহারা, অন্নহারা, বাস্তুহারা,
চোখে বহে অশ্রুধারা,
তখন তুমি কোথায় থাকো,
কোথায় থাকো ভাই?
সুখের দিনের বন্ধু তুমি, দুঃখের দিনে নাই!
বসন্তের দূত বলে সবাই চেনে ভাই।
পেরিয়ে গেলে বসন্ত,তোমার দেখা
নাই গো বন্ধু, তোমার দেখা নাই।