একটা আকাশ যেমন করে সবার জন্য খোলা
একটা বিশ্বাস তেমন করে সবার জন্য বলা—
একটা পৃথিবী তোমার আমার সকলের জন্য ।
অসুস্থ হলেও সে যে আমাদের ই আপনার,
তুমি আমি সকলে এসো ,করবো এর প্রতিকার।
অসুস্থ মানুষ রোগ-যন্ত্রনায় জর্জরিত, অসহায়–
ভয় দেখিয়ে আমরাই করছি তাদের এতটা আর্ত?
বিশ্বাস ভরষা আর সঠিক সময়ে চিকিৎসা পেলে,
হয়ত এ’মরণ-খেলা থেমে যেতেও পারে পলে পলে!
সহমর্মিতা আর সহযোগিতা করি যদি রোগী-ডাক্তারে, পৃথিবীটা সুস্থ হতে পারে, সকল মানুষের তরে।।