অনিকেত এই নত নির্জন রাতে
মালবাহী রেল চুপ ঘুমে শবাসনে ,
প্রশ্নের বানে ক্ষত বিক্ষত তনু
প্রসূতি বাতাস ছুঁয়ে যায় আনমনে ।
চেষ্টা আশার যুগলবন্দী শ্রমে
গড়ে ওঠা ধীর মহীরূহ সংসার ,
ছেড়ে ছুড়ে যাওয়া নাড়ির মরন হলে
উদ্যমী ভূক নিশাচর পারাপার ।
স্মৃতির সেতুটি ধরে রাখে দুটি কূল
জীবন কুঁড়িরা করে শুধু আনাগোনা ,
ক্ষয়ে ক্ষয়ে টিলা মাটির মহতী আয়ু
মাতৃ শব্দে ইথারের জাল বোনা ।
শেষ নিঃশ্বাসে উঁচু প্রতিভার ছাই
মিলে মিশে এক রাম শ্যাম যদু মধু ,
ক্রমাগত মায়া হয়ে যায় ছানি ছায়া
চিত্রার্পিত সন্তান কাঁখে বধূ ।