ইজ্জত আলী নতুন নেতা
হয়ে ঘুরেন দেশে
সালাম দিয়ে শ্রদ্ধা করেন
বরণ করেন হেসে।
তাই সকলে ডাকেন তাঁকে
সভা সমিতিতে
কেউবা বানায় সভাপতি-
প্রধান অতিথিতে।
প্রতি সভায় দুহাত দিয়ে
অনেক টাকা ছড়ান
টাকা দিয়ে সংগঠনের
সবারই মন ভরান।
এমনি ভাবে ভোটের সময়
নির্বাচনে দাঁড়ান
সন্ত্রাসীরা টাকা পেয়ে
ভোটারদের সব তাড়ান।
ইজ্জত আলীর লোকেরা সব
ব্যালটে শীল মারেন
অন্য জনে জেতার কথা
পদটি জোরে কারেন।
ইজ্জত আলী নেতা
টাকাই ভোটে জেতা।