ক্লান্ত দিন সন্ধ্যায় চুপচাপ বলে
কষ্টগুলোর সাথে মনে মনে কথা
নিজেকে শুধরে নিতে হয় সামলে
জানবে এটাই হয়তো বাস্তবতা।
শ্রাবণী বৃষ্টি মাদকতায় ভেসে চলে
দেখে শহর জুড়ে আজ নিস্তব্ধতা
আলপথ নেই যে জনকোলাহলে
হাহাকার বুকে পৃথিবীর দুরবস্থা।
বিশ্বভুবন মহামারির কবলে
মূল্যবান জীবনের নেই সে আস্থা
বিবেকের দংশন সর্পিল ছোবলে
অহম বিষয় সম্পত্তি সব সস্তা।