ছলিমুদ্দীন গায়ের মোড়ল
সবাই তাঁকে মানেন
শহরেতে ব্যবসা করেন
ইহা সবাই জানেন।
ঈদের সময় লক্ষ টাকায়
গরু কিনে আনেন
মাংস গুলো দেয় বিলিয়ে
মানুষ কাছে টানেন।
যখন যে দল ক্ষমতায় যায়
সেই দলই সে করেন
সরকারি দান পেয়ে তিনি
নিজ পকেটে ভরেন।
মাদক নেশার দ্রব্য কিনে
বউকে দিয়ে বেঁচেন
মাদক নেশার সম্রাজ্ঞী বউ
জোরে সুরে হেঁছেন।
সাধুবেশী বহুরূপী
পৃথিবীতে আছেন
অসৎ পথে আয়ের টাকায়
বিলাশ করে বাঁচেন।
অবশেষে পুলিশ এসে
জেলখানাতে ভরেন
পাপ কাজে তার হলো সাজা
এখন জিকির করেন।