তুমি তোমার ফসল বুকে করে
বসে আছো,
খসে যাওয়া জীবন চত্ত্বরে
যৌবনের উন্মাদনায়। জন্মেছিল যা বছর আগে
পরিচিত গণ্ডী পেরিয়ে চলে এসেছিলে
এই ব্যর্থতার খড়ে ছাওয়া কুটিরটাতে
মনের আগুন নেভাতে।
নেভেনি বরং জ্বলছে তোষাগ্নির মত।
দোয়ারের ঝরাপাতার খসখস আওয়াজ
কুকুরের পদচারনার ;নেই সেই
পরিচিত পায়ের শব্দ।
বসে আছো কখন আসবে অশরীরা
জীবনের ভাঙা সাধ মেটাতে।
আজ তুমি নিঃস্ব,
পাতা ঝরা গাছের মগডালের পাখির বাসার
মত ঝরে পড়ে তোমার স্বপ্ন,
যা ছিল আজ সবই বিকিয়ে দিয়েছো ,
মনে জেগে ওঠে মুক্তির পথ-মৃত্যু-
কিন্তু এ অবয়ব বাঁচবে কার তাড়নায় ,
প্রতীক্ষায় সময় চলে যায় তবুও
আসে না কানে সেই পায়ের শব্দ
মনের জ্বালাটা তাই
তোষাগ্নির মত কুরে কুরে
নিঃশেষ করে দেয় জীবনটাকে।