জানি প্রিয়,
আমার তুমি টা এমনই,
খামখেয়ালি ছন্নছাড়া ভীষণ।
রাগ করেও বলো,রাগ তো করি নি!
অভিমান হলেও বলো,ও কিছু নয় ক্ষণিকের মানি।
উজ্জ্বল আলোয়,
অগাধ ভালোবাসা তোমার সয় না।
অন্ধকার তোমার প্রিয় জানি।
কোজাগরী পূর্ণিমার অভিমানী চাঁদের মতো তোমার বুকে অনন্ত জলরাশি তে হাসি, কখনো ভাসি।
তবুও বলি,
এখন পথ চলায় তুমি আর একাকী নও।
বুকে কান্না নিয়ে নীরব পাহাড়ও নও।
যা গেছে তা যাক চলে!
সুতো ছেড়ে স্মৃতির ঘুড়ি উড়িয়ে দিয়ে!
আবেগী অশ্রু,
ভেজা ভাবনায় যখন এলোমেলো,
পথহারা পথিক আমি দিক বিভ্রান্ত
জানি ভরসার হাত টি ধরে,
আমায় ঠিক সামলে নেবে।
প্রিয় তুমি,
ছোট ছোট আশা, সুখে দুঃখে
তুমি আমি ভালো থাকি।
সুগন্ধি চায়ে চিনি কম কম মতোন
তোমায় অল্প অল্প ভালোবাসি।
হৃদয়ের অনুরাগে,অনুভবের ঘরে রাখি!
মনে কি পড়ে,
গল্পের মতো কোন এক গোধুলী বেলায় কনে দেখা কমলা আলোয়,
চোখে চোখ মেলে আমাদের প্রথম দেখা !
জানি এ গল্পের প্রথম শেষ বলে কিছু নেই!
গল্প জমুক! এবার তবে আমি আসি।