ফুরিয়ে যাবার আগে গল্প কথা বলে
জীবন কাহিনী তথা নব রূপে জাগে,
সুনাম বজায় রাখে কীর্তি যশ তলে।
প্রেমের তরণী বেয়ে চলে যায় আগে
কৃষ্ণপ্রেমে রাই ভাসে ফাগ রঙে চুর,
মোহিনী মায়ার খেলা কপটতা ভাগে।
বাঁশির মধুর ধ্বনি ভেসে আসে সুর
নূপুর পায়েতে রাধা সুমধুর ছন্দ,
লীলাখেলা সমাপ্তিতে যাবে চলে দূর।
ফাগুন আগুন রাঙা পলাশের নন্দ
মনোরম দৃশ্য আঁকা বাস্তবের ছবি,
অকারণে দাবদাহ লাগে দেখি মন্দ।
জীবনের কথকতা প্রতিভাত রবি
সুখ দুঃখ কাব্য কথা ভালোবাসা জুড়ে,
আলেখ্য লিখন মাঝে বেঁচে থাকা কবি।
বিশ্বাসের ভিত্তি পরে চক্ষু দুটি মুড়ে।