অর্ক জ্যোতি মিঠে রোদে
ভাসে আকাশ বুকে,
পেঁজা তুলোর শরৎ তরী
হাসছে কেমন সুখে।
শিউলি টগর সরোজ কমল
শরতকালীন ফুলে,
কাশের মাতন শ্বেত ঝালরে
উঠছে বনে দুলে।
ঋতুর খেলা ধরার পরে
কুঞ্জে কুঞ্জে ছেয়ে,
গাঁথছে মালা শিউলি ফুলে
ছোট্ট একটি মেয়ে।
ধানের শিষে পাখির রবে
নতুন বার্তা আনে,
চারিদিকে পুজোর গন্ধ
আসবে উমা জানে।
দোলায় চেপে বাপের বাড়ি
সপরিবার দেশে,
সলমা জরি ডাকের সাজে
অসুর বধের বেশে।