শরৎ এলো পেঁজা তুলোয় টুকরো টুকরো মেঘে
ফুলের বাহার গাছের তলায় শিউলি ওঠে জেগে।
নীলাকাশে রঙের বাহার পুজো পুজো গন্ধ,
দুর্গামায়ের সকল ভক্ত ভালোবাসায় অন্ধ।
ট্রেনের শব্দ কাশ বনেতে অপু দুর্গা ছোটে
পাখি ওড়ে শব্দের ভয়ে তৃণরাশি ঠোঁটে।
মণ্ডপ বাঁধা শুরু এখন থীমের পুজো হবে
ভাব চেতনায় কত কথা মণ্ডপ জুড়ে রবে।
মন আকুলি ফুল সুবাসে শিউলি পদ্ম মেলা
পৃথ্বী রানি ফুলের সাজে কাটায় মধুর বেলা।
বাদ্যি বাজবে দুর্গা আসবে মণ্ডপেতে আজি
বাজাও বাজাও রব উঠেছে ঢাকিরা সব রাজি।
মন্ত্র পাঠে অঞ্জলিতে শুদ্ধ বস্ত্র সবে
আরাধনা দুর্গা মায়ের হাতে পুষ্প রবে।
শিক্ষা দীক্ষা দিয়ো মাগো ভজন পূজন করি
তোমার বরে সম্পদশালী হবো আশা ধরি।
গরিব দুঃখী শুকনো মুখে ঘুরে বেড়ায় পাড়া
আবেদনে প্রাণের কথা দাও না কেটে ফাঁড়া।
মায়ের চোখে জলের ধারা গরিব ভক্ত তরে
দান খয়রাতে পেল জামা অঙ্গ খানি ভরে।
মায়ের আশিস সবার তরে দু হাত ভরে দেবে
তোমার পালা মাথা পেতে কেমন করে নেবে
ধনী গরিব বিভেদ ভুলে পুজোর কদিন থাকা
মিলে মিশে সবার সাথে ভালো মন্দে রাখা।