এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে–
চোর; ডাকাত; গুন্ডা মস্তান; ধর্ষণকারী; খুনি এরাই স্বাধীন
এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে —
সাধারণ জনগণ সবাই পরাধীন
আমরা এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে–
মা-বোনের ইজ্জত লুট হয় দিনের পর দিন
যেখানে– চোরাচালান; মাফিয়া; লুটেরাদের রমরমা ।
এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে–
সর্বত্র কেবল পরাধীনতার ছড়াছড়ি
সর্বত্র শুধু ভোগ আর ভাগাভাগি,লাঠালাঠি আর মারামারি
এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে–
আবার স্বাধীনতা আদায়ের লড়াই করতে হচ্ছে ।
এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে–
সকলকে চোরের মত বাঁচতে হচ্ছে, আর চোরগুলো রাজার মতো বাঁচছে
এমন একটা স্বাধীনতা পেলাম
যেখানে–
সময়ের শাখায় শাখায়, ডগায় ডগায়, আগায় মাথায়, কেবল দুর্নীতি.. দুর্নীতি… দুর্নীতি….
দুর্নীতির আতুর ঘরে বড় হচ্ছি আমরা ।
এমন একটি স্বাধীনতা পেলাম
যেখানে–
সম্মানের চেয়ে অপমানের দাম অনেক বেশি
এমন একটি স্বাধীনতা পেলাম
যেখানে–
কেবল আমি আর তুমি, তুমি আর আমি,
এখানে আমরা বলে কোন শব্দ নেই
এখানে আমাদের বলে কোন শব্দের স্থান নেই।