বিপদের দিনে কেউ থাকে নাকো পাশে-
বিপদের কথা যাকেই বলতে যাই,
হয় সরে যায় না হয় আড়ালে হাসে-
বিপদ – বন্ধু খুঁজে ফিরি আমি তাই।
তার কাছে সব কিছু বলে দেওয়া যাবে,
হাসবে না সে কাঁদবে না ভালোবেসে-
একজনই আছে মনে বল এনে দেবে,
এ বিশ্বে সেই বন্ধুকে খুঁজে যাই।
ভালোবেসে তাকে কাছে ডেকে নিই যদি,
একমন একপ্রাণ হতে হবে জানি-
হারানো হিয়ার ঠিকানা সে খুঁজে দেবে,
সে বন্ধু থাকে মনের গভীরে মানি।
গুণগুণ করে গান গেয়ে ডাকি যদি,
কুলকুল করে বয়ে যায় মন নদী-
যতই ব্যথা বেদনায় ডুবে থাকি,
সে পথ দেখায় সব কিছু ভালো হয়।
সকলের ব্যথা সমান নয়কো জানি,
সবাই তো ভাবে তার ব্যথাটাই দামী-
বন্ধু – শত্রু মুখ টিপে যদি হাসে,
বিপদ তারণ তখনই তো কাছে আসে।
সে চির সখাকে রোজ প্রভাতেই ডাকি,
কি জানি হয়তো সময় পাবো না আর-
সারাদিন কতো অকাজেই মেতে থাকি
একজনই আছে চির সখা সে আমার।।