এক
ফিরে গেলে খুঁজি
চোখের ইশারা মনে কথা সোজাসুজি
এই এলো বুঝি !
দুই
দৃষ্টির শোক
হারিয়ে যায়নি বীজে স্মৃতি থোক থোক
অঙ্কুর হোক ।
তিন
দূরে এলে নীলে
বোঝা যায় সময়ের ফাঁকে ফাঁকে কতো কাছে ছিলে
ফাঁক নিক চিলে ।
চার
পাইনের টান
বেড়ে বেড়ে শেকড়ের স্রোত বেয়ে ব্যাসে সাম্পান
বোস্টনে বান !