তোমার বন্দরে মন্তরে
যখন মুগ্ধ জাহাজ সারি ,
তখন আমায় ছেড়ে হাওয়া
তোমার পালের পরাগধারী ।
আমি মাপবো খুশির মান
আমার পাওনা কতো জানি ?
হয় হোক উড়ে চিল নীল
দাঁড়ে দৃপ্ত এঁটেলদানি ।
তোমার ঘোর লাগা আশমানে
যখন ক্লান্ত হবে পালক ,
বদলি চড়বো জাতক জিনে
জুড়ে দেবেন সময় চালক ।
পান্থ ফুটবো ম্যারাথনে
জেনে , চাওয়ার মুখে দাঁড়ি ।
হবো উপুড় অমরযানে
অথৈ পূর্ণ পথে নাড়ি ।